ভারতের স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষে, প্যানোরামা মিউজিক প্রকাশ করল উস্তাদ আমজাদ আলি খানের সরোদের মূর্চ্ছনায় "বৈষ্ণব জন তো"। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে প্রকাশিত মহাত্মা গান্ধীর "বৈষ্ণব জন তো"র মাধ্যমে দেশকে শ্রদ্ধা জানানো ৩ মিনিট ৩০ সেকেন্ডের সরোদ 'রিসাইটাল'-এ বাবাকে সঙ্গ দিয়েছেন পুত্র আমান এবং আয়ান।
প্রসঙ্গত, বঙ্গাশ ঘরানার উস্তাদ,পদ্মবিভূষণ আমজাদ আলি খান এর আগেও ৬৯তম স্বাধীনতা দিবসে সরোদে 'বন্দে মাতরম' বাজিয়ে দেশমাতৃকাকে শ্রদ্ধা জানিয়েছেন।পরে ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীতের একটি অসাধারণ সরোদ সংস্করণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন জাতিকে।